🔰 𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 🔰
𝐖𝐚𝐭𝐜𝐡 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 👀
VIDEO__>https://1024terabox.com/s/1nlz1pdhMknCc5nGkQy4opw
আমার তখন অনেক রাগ হইতে লাগল। ইচ্ছা করতেছিল ওরে ধরে কতগুলো থাপ্পড় দিয়ে গাল গুলোকে লাল করে দেই।নেলি তখন আমার সামনে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বলতেছে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কোনদিন কোন ছেলের সাথে কোন কথা বলবো না। আমার ফেসবুক পাসওয়ার্ড সব তুমি নিয়ে যাও। ইমু, হোয়াটসঅ্যাপ, ভাইবার এসব কোন কিছু আমি আর ইউজ করব না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তখন বললাম তোর সাথে আর না, আজ থেকে তোর সাথে কোন সম্পর্ক নেই। নেলি তখন আমার পায়ে ধরে ফেলল। প্লিজ আমাকে মাফ করে দাও একটা সুযোগ দাও, মানুষ তো কত কিছু করে, আমি তাদের সাথে ফিজিকাল কিছু করিনি। ভালো লেগেছিল কথা বলতে বলতে ঘুরতে গিয়েছিলাম। আমি তখন বললাম এসব আমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি তলে তলে কত কি করছো আর আমার বোঝার বাকি নাই।নেলি তখন অঝোরে কান্না করতে লাগলো।
0 Comments