🔰 𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 🔰
𝐖𝐚𝐭𝐜𝐡 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 👀
VIDEO__>https://1024terabox.com/s/1MIPNIFZEc1BW-J-DgtYb-A
ঘুম থেকে উঠলাম, উঠতে দেরি হয়ে গেল। প্রথম ক্লাসটা করতে পারলাম না, পরের ক্লাসে ঢুকতে যাব তখন নেলি আমাকে ফোন দিল। তুই কোথায়? আমি বললাম ক্লাসে যাচ্ছি।নেলি বলল যদি পারোস আমার সাথে একটু দেখা কর। আমার তোকে খুব দরকার, আমি বললাম আমার তো তোকে কোন দরকার নেই, যদি থাকতো এরকম করতে পারতি না।ক্যাম্পাসে আসছোস, কথা বলিস না, বাসায় গেলি এভয়েড করলি, কিছুই বুঝলাম না। নেলি কে আমি বুঝতে দেইনি তার ছবির কাহিনী। সব কিছু যে আমি জানি। তারপর ও আমাকে অনেক মেসেজ দিল, সরি বলল, রিকুয়েস্ট করলো। যেন একটা বার আমি তার সাথে দেখা করি। আমি তখন ভাবলাম আমাদের যেখানে ক্লাস চলে তার উপর উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমাদের ক্লাসে তো দোতালায়, অনেক বড় ক্লাসরুম। আর তিন তলা চারতলা পাচ তলা এগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে।দোতলার উপরে কেউ খুব একটা উঠে না।আমাকে বলল সে পাঁচ তলায় আছে আমি ওকে বললাম ঠিক আছে। তুই থাক আমি আসতেছি। যাবার পর নেকি আমাকে সব কিছুই বলল।
0 Comments